ভারতের জ্ঞানবাপী মসজিদে পুজা!

Reporter Name
    সময় : বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ৩:০৮ অপরাহ্ণ
  • ২২৫ Time View

সাতমাথা ডেস্ক:

বাবরি মসজিদ দখলের পর এবার ভারতের কাশীর জ্ঞানবাপী মসজিদে পুজা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

দিন কয়েক আগেই এলাহাবাদ হাই কোর্ট জানিয়ে দিয়েছিল যে, জ্ঞানবাপীর সিল করা বেসমেন্টে ‘ব্যাস তয়খানা’য় পুজা করা যেতে পারে। এই নির্দেশের কয়েকদিন পরে সেখানে গিয়ে পুজা দিলেন যোগী।

জ্ঞানবাপীর ওজুখানায় শিবলিঙ্গ রয়েছে, সেই দাবি ঘিরে দীর্ঘদিন আইনি লড়াই চলেছে নানা আদালতে। শেষ পর্যন্ত মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা চালায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাদের বিতর্কিত রিপোর্টে দাবি করা হয়েছে মসজিদের ওজুখানা চত্বরে অসম্পূর্ণ শিবলিঙ্গের অস্তিত্বও মিলেছে। হনুমান, বিষ্ণু, নান্দীর মূর্তিও রয়েছে বলে উল্লেখ ছিল রিপোর্টে। সেই রিপোর্টকে হাতিয়ার করে মসজিদে পুজা করার দাবিতে বারাণসীর জেলা আদালতের দ্বারস্থ হয়। ‘ব্যাস কা তয়খানা’ চত্বরে হিন্দু ভক্তদের উপাসনার অনুমতি দিয়েছিল আদালত।

তবে এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুসলিম পক্ষ। যদিও মুসলিম পক্ষের আইনজীবীদের এলাহাবাদ হাই কোর্টে যেতে বলা হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের তরফে। জেলা আদালতের রায় বহাল রাখে এলাহাবাদ হাই কোর্টও। প্রশাসনের উপস্থিতিতে শুরু হয় পুজা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার জ্ঞানবাপী মসজিদে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

 ‘ব্যাস তয়খানা’য় গিয়ে নান্দীর বিগ্রহে উপাসনা করেন তিনি। অন্য বিগ্রহগুলোও দর্শন করেন। তার পরে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েও পুজো দেন। উল্লেখ্য, চলতি মাসের শেষের দিকে বারাণসীতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com