বাউয়েট ক্যাম্পাসে বসন্ত বরণ ও পিঠা উৎসব অুনষ্ঠিত

Reporter Name
    সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ৯:০৪ পূর্বাহ্ণ
  • ১৭৯ Time View

প্রথম আলো বন্ধুসভা, বাউয়েট শাখা ও বাউয়েট কালচারাল ক্লাব এর যৌথ উদ্যোগে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের ফ্যাকাল্টি এন্ড অফির্সাস পয়েন্টে অনুষ্ঠিত হয়ে গেল “বসন্ত বরণ ও পিঠা উৎসব”।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ ফিতা কেটে “বসন্ত বরণ ১৪৩০ ও পিঠা উৎসব” অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানের মোট ছয়টি স্টল বসানো হয়। এর মধ্যে প্রথম আলো বন্ধুসভা বাউয়েট শাখার দুটি, বড়াল হলের একটি, বনলতা হলের একটি, রেন্টাল হল গুলোর একটি ও ইংরেজি বিভাগের একটি। স্টল গুলোতে বাঙ্গালির সাংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। যার অংশ হিসেবে গ্রাম বাংলার ঐতিহ্য “ঢেঁকি” অনুষ্ঠানে আগত সকলের প্রদর্শনের জন্য রাখা হয়। বাউয়েট বন্ধুসভার স্টল ও অন্যান্য স্টল গুলোতে দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী শতাধিক পিঠার সমারোহ দেখা যায়। পিঠাগুলোর গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, দুধ চিতই, পান তোয়া, পাটিসাপটা, নকসা পিঠা, নারিকেল পুলি, ছাচ পাক্কন, ফুল পিঠা এবং নতুন গুড়ের পায়েস উল্লেখযোগ্য। এছাড়া বাউয়েট শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাউয়েটের কালচারাল ক্লাব।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি (অব.), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.) ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক মো. আশরাফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, হলগুলার প্রভোস্টগণ, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলী, প্রথম আলো বন্ধুসভা ও বাউয়েট কালচারাল ক্লাবের সদস্যবৃন্দ এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। -খবর বিজ্ঞপ্তির

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com