নাটোরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

জাহিদুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
    সময় : বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ণ
  • ১৬০ Time View
নাটোরে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।  রাত ১২ টা ১ মিনিটে শহরের সিরাজউদ্দৌলা সরকারি কলেজ শহীদ মিনারে সকল ভাষা শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে বীর শহীদদের প্রতি প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ।
পরে জেলা প্রশাসক আবু নাসের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাগন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে।
তাছাড়াও সকাল হতেই সকল শ্রেণী পেশার মানুষ ও সামাজিক সঙগঠন হাতে ফুল ও ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারে ফুল দিতে আসেন।
২১ শে ফেব্রুয়ারি সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কালো পতাকা উত্তোলন, এক মিনিট নিরবতা পালন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা শহিদ এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে শংকর চৌধুরী স্টেডিয়াম চত্তরে ১০ দিন ব্যাপী বইমেলর আয়োজন করা হযেছে। এছাড়াও সকল মসজিদে দোয়া মাহফিল ও অন্যান্য প্রার্থনালয়ে র্প্রাথনার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com