কৃষিই সমৃদ্ধি-এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে ২২শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৩টায় নন্দীগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নন্দীগ্রাম পৌরসভার কালিকাপুর মাঠে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কৃষক মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্যের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দীন আহমদ।
বিশেষ অতিথিদের মধ্য বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মতলুবর রহমান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আ. জা. মু. আহসান শহীদ সরকার, জেলা বীজ প্রত্যয়ন অফিসার এসসিএ মো. শাহাদুজ্জামান, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো. আখেরুর রহমান,বগুড়ার বীজ প্রত্যায়ন এজেন্সি বহিরাঙ্গন কর্মকর্তা আদনান বাবু।
এসময় আরো বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফজলুর রহমান, নন্দীগ্রাম উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, শাহারুল ইসলাম, নাজমুল হক, শাহাদত হোসেন, আব্দুস সালাম, সোহেল রানা প্রমুখ।
বক্তারা উক্ত মাঠ দিবসে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্বল্প সময়ে স্বল্প খরচে তেল জাতীয় ফসল বিষয়ে কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং তা চাষ করার জন্য উদ্বুদ্ধ করেন।
Leave a Reply