চট্রগ্রামে সিরিজের ২য় টি-টুয়েন্টিতে বাংলাদেশকে ১৩৯ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। ইনিংসের শুরুতে টাইগার বোলারদের আগুনঝরা বোলিংয়ের পরেও মিডল অর্ডারে নবাগত ক্যাম্বেল এবং ব্রায়ান টেনেটের দৃড়তায় ৭ উইকেটে ১৩৮ রান করে জিম্বাবুয়ে।
এই জুটি ৭৩ রান করে জিম্বাবুয়ের মান বাঁচায়। ক্যাম্বেল ২৪ বলে ৪৫ রানে আউট হলেও এবং বেনেট ২৯ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন।
বাংলোদেশের হয়ে তাসকিন এবং রিশাদ ২টি করে এবং শরিফুল, সাইফুদ্দিন ও মাহদী ১টি করে উইকে শিকার করেন।
Leave a Reply