ঘোড়াঘাটে নির্মাণ শ্রমিক ইউনিয়নের  রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি  :
    সময় : বুধবার, মে ১, ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ণ
  • ১৫৯ Time View
১ মে ( বুধবার ) আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঘোড়াঘাট নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে নির্মাণ শ্রমিকেরা একত্রিত হয়ে প্রথমে রেলি বের ক’রে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
রেলি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারী রমজান আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি নজিবুর রহমান ও সেক্রেটারী মতলুবুর রহমান। তাছাড়াও ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন শাখা থেকে অনেক শ্রমিক নেতৃবৃন্দ উক্ত রেলি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায়   প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারী রমজান আলী বলেন , যুগে যুগে শ্রমিকেরা অধিকার বঞ্চিত হয়েছে আজো হচ্ছে। ইসলামী শ্রমআইন বাস্তবায়নই এর একমাস সমাধান। আসুন আমরা সকলে ইসলামী শ্রমআইন প্রতিষ্ঠার আন্দোলনে অংশ গ্রহন করে  তা বস্তবায়ন করি।
বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি নজিবুর রহমান বলেন, রাসুলে করিম (সাঃ) বলেছেন,  “শ্রমিকদের গায়ের ঘাম শুকাবার পূর্বেই তাদের নেয্য পাওনা পরিশোধ করুন।” আমদের সকলের এই নীতি অনুসরণ করা প্রয়েজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com