বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী উপহার হিসেবে পাঠানো হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
জানা গেছে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এসব ইফতার সামগ্রী গুলশান কার্যালয়ে নিয়ে আসেন দলটির রোকন আসাদুজ্জামান। বিএনপি চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষে উপহার সামগ্রীগুলো গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু উপস্থিতি ছিলেন।
Leave a Reply