দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসীল অনুযায়ী ,দ্বিতীয় ধাপে ২১ মে বগুড়ার কাহালু উপজেলা পরিষদের ভোট গ্রহন।
উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী,ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিরোধী জোট অংশ গ্রহন না করার ঘোষনা দিয়েছেন। এদিকে জাতীয় পাটি,জাসদ, বাসদ বামজোট সহ কোন রাজনৈতিক দল এমনকি স্বতস্ত্র কোন প্রার্থী এবার কাহালু উপজেলা নির্বাচনে অংশ গ্রহন বা প্রতিদ্বন্দ্বিতা করছেন না।ফলে নির্বাচনের মাঠ প্রায় ফাঁকা।
তাই এই উপজেলা নির্বাচনে সাধারণ ভোটার বা অন্যকোন রাজনৈতিক দলের মাঝে নাই নির্বাচনী আমেজ। নির্বাচনের ফাঁকা মাঠে চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের ৩ প্রতিদ্বন্দ্বি নেতা। প্রার্থীরা তীব্র তাপদাহ উপেক্ষা করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে দৌড়-ঝাঁপ করে কথার ফুল ঝুড়ি ছড়িয়ে সাধারণ ভোটারদের আকৃষ্ট করে ভোট ভিক্ষা করে চলছেন এবং নানা ধরণের উন্নয়ন মুলক কাজের প্রতিশ্রুতি প্রদান করে চলছেন।
কাহালু উপজেলার মোট ভোটার ১ লাখ ৯২ হাজার ৪০৬ জন। মহিলা ভোটার ৯৬ হাজার ৪৫০,পুরুষ ভোটার ৯৫ হাজার ৯৫১ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। ৩ জন চেয়ারম্যান, ৭ জন ভাইস চেয়াম্যান ও ২ জন (সংরক্ষিত)মহিলা ভাইস চেয়ারম্যান সহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দাখিল করে, নির্বাচনী মাঠে ভোট যুদ্ধে নেমেছেন।গত ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি বলে নির্বাচন অফিস সূত্রে জানাগেছে। প্রর্তীক বরাদ্দ না হওযায় প্রার্থীরা প্রকাশ্যে প্রচার-প্রচারণা সভা সমাবেশ বা উঠান বৈঠক করতে পারছেন না। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আল্ হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও বগুড়া জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য এ এন এম আহছানুল হক প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তবে এবারের নির্বাচনে দলীয় নৌকা প্রর্তীক না থাকায় আওয়ামীলীগের নেতা-কর্মীরা চাপ মুক্ত হয়ে স্বাধীন ভাবে যে যারমত করে ৩ প্রার্থীর হয়ে মাঠে প্রচার প্রচারণা চালাতে পারছেন।
এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে রেকর্ড সংখ্যক ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ লালু,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার, মালঞ্চা আজিজুল হক মেমরিয়াল ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মাসুদ,বগুড়া জেলা শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রায়হান আলী,কাহালু টিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম ও নকল নবিশ আব্দুস সোবহান প্রামানিক ওরফে শাঞ্জু।
এছাড়া (সংরক্ষিত) মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন, বর্তমান ভাইস চেয়াম্যান মোছাঃ রওশন আক্তার এবং কাহালু উপজেলা যুব মহিলালীগের সভাপতি, কাহালু পৌর সভার (সদ্য সাবেক) কাউন্সিলর মোছাঃ আছমা বেগম।
Leave a Reply