জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বাদাউচ্চ গ্রামে ২৭ ফেব্রুআরি সন্ধায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনের সুরক্ষা কর্মসূচি এর সহায়তায় বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত হয়েছে।
গণনাটক নাটকটি নান্দাইল দলের সৌজন্যে দেখানো হয়েছে।
অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন জিন্দারপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মোঃ জিয়াউর রহমান জিয়া। নাটকটি সমাজ পরিবর্তনের হাতিয়ার সমাজের নানা অসংগতি গুলো মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। নাটক সভ্যতার শুরু থেকে থিয়েটার ও নাটক একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনের সুরক্ষা কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত হয়। নাটক দিন বদলের ডাক সমাজের নিপীড়িত মানুষের মধ্য ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে এই নাটকটি রচিত হয়েছে নাটকটির কর্মশালা পরিচালনা করেন মোহাম্মদ আতিকুর রহমান সিনিয়র অফিসার পপুলার থিয়েটার নাটকে বাল্য বিয়ের কুফল এর ফলে একটি পরিবার কিভাবে নিঃশেষ হয়ে যায় তা তুলে ধরা হয়েছে বাল্য বিয়ে সমাজের একটি মারাত্মক ব্যাধি বাল্য বিয়ে বন্ধে সরকার খুব কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে।
ব্র্যাকের পাঁচটি গণনা নাটক দল রয়েছে জয়পুরহাট জেলায় গ্রামে গ্রামে তারা বাড়ির উঠানে গিয়ে সন্ধ্যার পরে নাটক প্রদর্শন করেন- গ্রামের সবাই এই নাটক দেখে সচেতন হন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনে সুরক্ষা কর্মসূচির অফিসার সেল এই নাটকের নেতৃত্ব দেন ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও সুরক্ষা কর্মসূচি গণনাটক বাল্য বিয়ে বন্ধে সরকারের সাথে একযোগে কাজ করছে।
Leave a Reply