আদর্শ স্কুল বগুড়া’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকালে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদর্শ স্কুল বগুড়া’র সভাপতি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক।
বক্তব্য রাখেন মহাস্থান আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ইকবাল হোসেন, আদর্শ স্কুল বগুড়া’র সহকারি প্রধান শিক্ষক বেলাল হোসেন, প্রভাতী শাখা ইনচার্জ মোস্তাকুল ইসলাম, সহকারি শিক্ষক শাম্মি আকতার, মৌসুমী আকতার, সুবর্না আকতার, ফেরদৌসি, রেকছোনা পারভীন, তাসলিমা খাতুন, শাহনেওয়াজ বেগম। বিদায়ী কবিতা পাঠ করে ১০ম শ্রেণির শিক্ষার্থী সুরভি ও বুশরা। বিদায়ী দলীয় সংগীত পরিবেশন করে রুকু ও তার দল।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে ১০ম শ্রেনির শিক্ষার্থী রাবেয়া আকতার ও ৯ম শ্রেণির শিক্ষার্থী শাফিনা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রওনাক খন্দকার। মানপত্র পাঠ করে রজনী আকতার উর্মী, বিদায়ী সংগীত পরিবেশন করে ৮ম শ্রেণির শিক্ষার্থী রিফা নানজীবা।
প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন সাফল্য কামনা করেন এবং সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ার জন্য পরামর্শ দেন।
পরে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, স্কুলের বালক ও বালিকা শাখার পরীক্ষার্থীদের একত্রে বিদায় জানানো হয়।
Leave a Reply