স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে ।১৫ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের সাইদুল্যাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে নিহতদের লাশ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রীস আলীর স্ত্রী রানি বেগম (৩০) ও ছেলে ইমরান (১৭)। এ ঘটনার পর থেকে ঐ বাড়িতে থাকা পালক ছেলে হাসান (১৬) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মা ও ছেলেকে হত্যা করে। হাত- পা বাঁধা অবস্থায় রানীর লাশ বারান্দায় এবং ইমরানের লাশ শয়নকক্ষে ছিল।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) এর ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত থাকতে পারে- তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহতের চাচা খালিল জানান,‘ঘরের ভেতর সবকিছু এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা আর মোটরসাইকেল নেই। মনে হচ্ছে, চুরি বা ডাকাতির উদ্দেশ্যেই তাদের হত্যা করা হয়েছে।
শিবগঞ্জ -সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। হত্যাকান্ডের কারণ ও হত্যাকারীকে শনাক্ত করতে কাজ করছে পুলিশেন বিভিন্ন ইউনিট।
তিনি আরো জানান, এটি পরিকল্পিত হত্যা নাকি ডাকাতির ঘটনা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না ।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। বাসা থেকে নিখোঁজ হয়ে যাওয়া হাসানকে উদ্ধারের জন্য অভিযান চলছে।
Leave a Reply