দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর ও পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
    সময় : মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ণ
  • ৮০৩ Time View

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ এ প্রতিপাদ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন এবং জেলা কার্যকরী পরিষদ নির্বাচন সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে দিনাজপুর জেলার শিশু একাডেমী কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এদেশের একমাত্র হালাল পয়সা হচ্ছে আমাদের শ্রমিক ভাইদের। আপনারাই সবার আগে জান্নাতে প্রবেশ করবে। শ্রমিকের জান্নাত পাওয়া সহজ মালিকের জান্নাত পাওয়া কঠিন। আমরা যারা সাবলম্বী তারাদের উচিত এই অসহায় শ্রমজীবী ভাইদের সাহায্য করা। এই অল্প সাহায্যের মাধ্যমেই আমরা একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল মতিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় স্থলবন্দর সেক্রেটারি দিনাজপুর -রংপুর সহকারী পরিচালক মোঃ আবুল হাশেম বাদল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর-রংপুর অঞ্চলের টিম সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা সভাপতি মোঃ মনিরুজ্জামান জুয়েল।

সম্মেলনের শেষ পর্যায়ে ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলা সভাপতি হিসেবে মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ এনামুল হক এবং ৩৫ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় এছাড়াও সম্মেলনে বাংলাদেপশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন সহ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, শ্রমিকরা এখনও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার। তাদের ন্যায্য মজুরি থেকে শুরু করে কর্মস্থলে সুরক্ষার অভাব রয়েছে। এই সকল বিষয়গুলো আমরা নিয়মিত আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি। আপনারা সবাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সঙ্গে থেকে আমাদের এই আন্দোলনকে আরও শক্তিশালী করবেন বলে আশা করি। আসুন, আমরা একসঙ্গে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করি।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা সেক্রেটারি এনামুল হক প্রস্তাব পেশ করেন-
১। জুলাই বিপ্লবে শহীদ এবং আহত শ্রমিকদের তালিকা করে ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
২। শ্রম আইন সংশোধন করে শ্রমিক বান্ধব করতে হবে।
৩। শ্রমিকের ন‌্যায্য মজুরি ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে।
৪। শ্রমজীবী মানুষের সন্তানের মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।
৫। জাতীয় সংসদে শ্রমিক প্রতিনিধিদের সংরক্ষিত আসনের ব্যবস্থা করতে হবে।
৬। প্রতিটি শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন নিশ্চিত করতে হবে।
৭। নিত্যপণ্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে অবিলম্বে তা শ্রমিকের সহনীয় পর্যায়ে আনতে হবে।
৮। শ্রমিকদের রেশনের ব্যবস্থা করতে হবে। সর্বসম্মতিক্রমে প্রস্তাব গুলো গৃহীত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে ও জামায়াতের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com