দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খয়ের পুকুর হাটে আজ শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সঠিক উপকরণ ব্যবহারের মাধ্যমে খরচ কমিয়ে উন্নত পদ্ধতিতে লাভ জনক ভাবে ফসল উৎপাদন বিষয়ক কৃষক সমাবেশ এর আয়োজন করে “রুফ ক্রপ কেয়ার লিমিটেড”।
কবির বীজ ভান্ডার ও বাইনাশক এর প্রোপাইটর ইলিয়াস কবির এর সংঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনুস আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুফ ক্রপ কেয়ার লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মোঃ আবু রায়হান সরকার। বিশেষ অতিথি রুফ ক্রপ কেয়ার লিমিটেডের মার্কেটিং অফিসার মোঃ মনিরুজ্জামান মাসুম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সাতমাথা প্রত্রিকার পার্বতীপুর প্রতিনিধি ওসমান আলী।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু রায়হান সরকার বলেন ভাবনাহীন আলু চাষে রুফ ক্রপ কেয়ার লিমিটেডের আধুনিক সমাধান সঠিক বালাইনাশকের ব্যবস্থাপনা।
Leave a Reply